মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাটিং ধসে কিউইদের সামনে সুবিধা করতে পারেননি মেয়েরা, এদিন দারুণ ব্যাটিংয়ে প্রোটিয়াদের ২৩৩ রানের লক্ষ্য দিয়েছেন শারমিন-স্বর্ণারা।
বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৩২ রান।
ওপেনিং জুটিতে ফারজানা হক এবং রুবাইয়া হায়দার যোগ করেন ৫৩ রান। ফারজানা ৭৬ বলে ৩০ করে আউট হন এবং রুবাইয়া ৫২ বলে ২৫ করে আউট হন। শারমিন সুপ্তা এবং জ্যোতি ৯১ বলে ৭৭ রানের জুটি গড়েন। শারমিন আউট হন ৭৭ বলে ৫০ রান করে এবং জ্যোতি আউট হন ৪২ বলে ৩২ রান করে।
শেষদিকে স্বর্ণা আক্তার ঝড় তোলেন, ৩টি করে ছয়-চারে ৩৫ বলে অপরাজিত থাকেন ৫১ রানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ড করেছেন তিনি, ৩৪ বলে। আর ঋতু মনি ৮ বলে করেন অপরাজিত ১৯ রান।

প্রোটিয়াদের হয়ে ননকুলুলেকো মালবা পান ২টি উইকেট। নাদিন ডি ক্লার্ক ও কোল ট্রায়ন পান একটি করে উইকেট।







