দেশের যে কোনো দুর্যোগে মানবিক কাজ করে বারবার প্রশংসিত হয়েছেন তাসরিফ খান। ২০২২ এর সিলেটের বন্যা থেকে গেল মাসে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও বিশেষ ভূমিকা রেখেছেন এই তরুণ। কিন্তু এসব সামাজিক কাজের বাইরে তিনি প্রধানত একজন সংগীতশিল্পী।
‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ। এই ব্যান্ডের বহু গান জনপ্রিয় হয়েছে তাসরিফের কণ্ঠে। তবে তার গাওয়া অন্যতম জনপ্রিয় একটি গান ‘রাজার রাজ্যে সবাই গোলাম’। ২০২০ সালের আগস্টে গানটি কুঁড়েঘর ব্যান্ডের অফিশিয়াল ইউটিউবে পোস্ট করা হয়। এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে আড়াই কোটি বার!
ভিউয়ে রেকর্ড হলেও গানটি এতোদিন পর্যন্ত কোনো কনসার্টে গাইতে পারেননি তাসরিফ। এ নিয়ে আছে এই তরুণের আক্ষেপ! গানটির কথা বিশ্লেষণ করে দেখা যায়, স্বৈরাচারী এক রাজার ইমেজই আছে গানের পরতে পরতে। তবে কেন কনসার্টে গানটি গাইতে পারেননি তাসরিফ, এ বিষয়ে কিছুই বলেননি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গানটি নিয়ে নিজের ফেসবুকে তাসরিফ লিখেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে গত ৪ টা বছর কোন কনসার্টে ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানটা গাইতে পারি নাই।”
পরে মন্তব্যের ঘরে গানটি শেয়ার করেন তাসরিফ। লিখেন,“এখন থেকে সব কনসার্টে প্রাণ খুলে গাইবো ‘রাজার রাজ্যে সবাই গোলাম’। একজন শিল্পী হিসেবে এমন স্বাধীনতাই চেয়েছিলাম।”
“রাজার রাজ্যে সবাই গোলাম/ করতে হবে রাজার সুনাম/ নাহয় তোমার কল্লা যাবে/বিরাট কঠিন শাস্তি পাবে”-গানটির কথা যৌথভাবে লিখেছেন তাসরিফ ও তানভীর সিদ্দিকী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন তাসরিফ নিজেই।








