ভারতের সবচেয়ে বড় তারকাদের অন্যতম শাহরুখ খান। স্পষ্টবাদী হিসেবেও তিনি পরিচিত, এবং নিজের মতামত অকপটে প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করেন না। তবে একসময় তার এ স্বভাব থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, যা আহত করেছিল আরেক অভিনেতা গোবিন্দার পরিবারকে।
কী ঘটেছিল? আইবি টাইমস–এর এক প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান একবার এক সাক্ষাৎকারে জানান, ইংরেজিতে দেওয়া তার একটি মন্তব্য ভুলভাবে উদ্ধৃত হয়েছিল এবং সেখান থেকেই তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি। শাহরুখ বলেছিলেন, “আমি বলেছিলাম, ‘আমি যা পারি, সেটাই সবচেয়ে ভালো করতে চাই।’”
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলেছিলাম, ‘আমি যা পারি, সেটাই করি। আমি যা পারি, গোবিন্দ হয়তো পারেন না, আর তিনি যা পারেন, আমি পারি না। আমি চাই, আমি যেন পারতাম গোবিন্দর মতো পারফর্ম করতে। আমি চাই, আমি যেন পারতাম লুঙ্গি মাথায় দিয়ে নাচ করতে, কিন্তু আমি সেটা পারি না।’ কিন্তু কথাটি এমনভাবে উদ্ধৃত হয়েছিল, যেন আমি গোবিন্দকে ছোট করে কিছু বলেছি।”
শাহরুখ আরও বলেন, “গোবিন্দ আমাকে জানিয়েছিল যে, তার মা খুব কষ্ট পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, আমি বুঝি বলেছি গোবিন্দ ভালো কাজ করেন না।”
ঘটনার পর শাহরুখ নিজে গোবিন্দকে ফোন করেন এবং তার মায়ের কাছেও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ওকে ফোন করে বলেছিলাম, ‘তোমার মা’কে বোঝাও, আমি ওইভাবে কিছু বলিনি। ইংরেজিতে বলাটা হয়তো অন্যভাবে শোনায়। আমি বলতে চেয়েছি, আমি পারি না গোবিন্দর মতো নাচতে, আবার উনিও হয়তো আমার মতো কিছু করতে পারবেন না। এটাতে কোনো অবমূল্যায়নের কথা ছিল না।’ পরে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এর পর থেকে আর কোনো ভুল বোঝাবুঝি হয়নি।”
মজার বিষয়, শাহরুখ খান ও গোবিন্দ কখনোই পুরোপুরি একটি ছবিতে একসঙ্গে কাজ করেননি। তবে উভয়েই পরস্পরের ছবিতে অতিথি চরিত্রে দেখা দিয়েছেন। ১৯৯৮ সালের ‘আচানক’ ছবিতে শাহরুখ খান ছিলেন একটি ক্যামিও চরিত্রে, যেখানে গোবিন্দ ছিলেন প্রধান ভূমিকায়। আর ২০০৭ সালের ওম শান্তি ওম–এর “দিওয়াঙ্গি দিয়োয়াঙ্গি” গানে গোবিন্দ হাজির হয়েছিলেন বহু তারকার সঙ্গে। –কইমই








