এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। কীর্তিমান এই কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে তার লেখা বিভিন্ন বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অন্যপ্রকাশের আয়োজনে বিশেষ এই বইমেলায় হুমায়ূন আহমেদের তুমুল জনপ্রিয় সব বই বিক্রি করা হচ্ছে। আয়োজকরা জানান, ২৫ শতাংশ ছাড়ে এখান থেকে ক্রয় করা যাচ্ছে হুমায়ূনের লেখা বই।
এদিকে, প্রতিবারের মতো হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এর পর্দা জুড়ে থাকছে নানান আয়োজন। সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের শিল্পী মুগ্ধ, অনন্যা আচার্য এবং প্রান্তি। তাদের কণ্ঠে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান পরিবেশনা ছিল।
এদিন দুপুরে তারকা কথনের বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা এবং আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। হুমায়ূন আহমেদের বেশীর ভাগ নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। অনুষ্ঠানে নিজের সেইসব দিনের অভিজ্ঞতার কথা বলবেন তিনি।
তার আগে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও থাকবে হুমায়ূন আহমেদের গান। এদিন ১টা ৩০-এ থাকছে বিশেষ অনুষ্ঠান। দুপুর ৩টা ৫ মিনিটে দেখবেন হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’।
সিনেমাটির পুরো দৃশ্য ধারণ হয়েছে নুহাশ পল্লীতে। হাস্যরসাত্মক এই সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীন প্রমুখ।
এছাড়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে হুমায়ূন আহমেদের সব সিনেমা ও নাটক। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় গত ৭ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্স এ শুরু হয়েছে ‘হুমায়ূন সপ্তাহ’! যেখানে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় চলছে হুমায়ূন আহমেদের চারটি সিনেমা!








