বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টা থেকে দুপুর একটা পর্যন্ত ঘণ্টাব্যাপী দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারবর্গ।
ব্যানার, ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বিডিআর বিদ্রোহে সাজানো আদালতের কার্যকারিতা সম্পূর্ণ বাতিল, চাকরিচ্যুত ও কারাদণ্ডপ্রাপ্ত সকল বিডিআরের চাকরি পুনর্বহালের দাবি জানানো হয়।







