জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসির অভিযোগ এনে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৫ মার্চ) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী কয়েক মাস অতিবাহিত হতে চললেও জুলাই আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এখনও করতে পারেনি প্রশাসন।
এছাড়া, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে। এজন্য মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার শেষের তাগিদ দেন এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন না করার আহ্বান জানান। অন্যথায়, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও জানান শিক্ষার্থীরা।








