এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক এসেছে। পর্যটকরা ছুটে বেড়াচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সমুদ্র সৈকত মুখরিত হয়ে উঠছে পর্যটকদের পদভারে। পর্যটকদের আগমনে খুশি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
মহান বিজয় দিবসের সরকারি ছুটিতে বিপুল পরিমাণ পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে। প্রকৃতির ছোঁয়া পেতে ভ্রমণপিপাসুরা ছুটি পেলেই ছুটে আসেন কক্সবাজারে। এবারও তাই হয়েছে। মঙ্গলবার বিজয় দিবসের ছুটি।
এ কারণে বিপুল পর্যটক এখন কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে তারা।
সিলেট থেকে আসা পর্যটক আবীর হোসেন, ফাহমিদুল হক, শান্ত রহমান বলেন, বিজয় দিবসের ছুটির সাথে অফিস থেকে দুই দিনের ছুটি নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার আসলাম। শীতের এই সময়ে অনেক ভালো লাগছে এখানে।
মানিকগঞ্জ থেকে আসা পর্যটক মনজুর আলম বলেন, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, তাই পুরো পরিবার নিয়ে কক্সবাজার এসেছি। তবে খাবার হোটেলে একটু দাম বেশি বলে মনে হচ্ছে।
লালমনিরহাট থেকে আসা পর্যটক ফিরোজ আহমেদ বলেন, ট্রেনে করে প্রথম কক্সবাজার আসলাম, এখানে এসে অসাধারণ ভালো লাগছে। তবে সৈকতে এসে প্লাস্টিক ও ময়লা দেখে খারাপ লাগল। প্লাস্টিকের বিশাল আকারের একটা ভাস্কর্য দেখলাম। এটা দেখার পরেও পর্যটকরা সচেতন হচ্ছে না।
হোটেল কক্স টুডের জিএম আবু তালেব শাহ বলেন, ইনশাল্লাহ আমাদের ভালো ব্যবসা হচ্ছে। বিজয় দিবসসহ জানুয়ারি মাসেও ভালো বুকিং রয়েছে। এখন মানুষ কক্সবাজার মুখি।

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, আমাদের হোটেলগুলো ভালো ব্যবসা করছে ইনশাল্লাহ। প্রায় সময় সবগুলো হোটেল বুকিং থাকে। পুরো ডিসেম্বর মাস ছাড়াও জানুয়ারিতেও অনেক হোটেল বুকিং আছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালো থাকলে এই বছর আমাদের ভালো ব্যবসা হবে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রেজিওনের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। দিনের পাশাপাশি রাতেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এ কাজ করছি। রাতে ঝাউ বাগানসহ বিভিন্ন এলাকায় টুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন শুধু পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সৈকতের বিভিন্ন এলাকায় লাইটিং করা হয়েছে। সুতরাং দিনের পাশাপাশি রাতেও সৈকত আলোকিত থাকে। আমরা পর্যটকদের সুবিধার জন্য অভিযোগ বুথ স্থাপন করেছি। আমাদের ম্যাজিস্ট্রেটদের টিম কাজ করে যাচ্ছে পর্যটকদের সার্বিক ব্যবস্থাপনার জন্য।








