এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এ বছরের ডিসেম্বরে ভারতের উড়িষ্যা রাজ্যে আমন্ত্রণমূলক হকির আসর খেলতে যাবে ‘হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশ’ নামের একটি দল। এ দল গঠনের জন্য খেলোয়াড়দের ওপেন ট্রায়াল নেয়া হবে। হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি আবু সাঈদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়ালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের উড়িষ্যা রাজ্যে ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য আমন্ত্রণমূলক আসরে অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।
এ বাছাই হবে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে বাছাই শুরু হবে, চলবে ৩০ আগস্ট পর্যন্ত। দেশের বিভিন্ন জেলার হকি একাডেমি থেকে আগত খেলোয়াড়েরা এতে অংশগ্রহণ করবে। সেখান থেকে প্রথমে ১০০ জন খেলোয়াড়কে বাছাই করা হবে এবং পরে দল গঠন করা হবে।
এই দলকে নিয়ে ভারতে খেলতে যাবে আমন্ত্রণমূলক আসরটি।








