ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী মো. আব্দুল হাইকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মো. আব্দুল হাইয়ের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত আগামী ১৩ মে পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। সেই সাথে একই দিন বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। আদালতে মো. আব্দুল হাইয়ের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আদেশের বিষয়ে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় মো. আব্দুল হাইয়ের নির্বাচিত সদস্য সদস্য হয়ে সংসদে যোগ দিতে বাধা রইলো না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের করা ইলেকশন পিটিশনের শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আগামী দুই মাসের জন্য আব্দুল হাইকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পান আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।








