ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায় বিপক্ষের প্রার্থীর কর্মীরা। পরে পুলিশ হুইসেল বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বর্তমানে রামপুরার বেটার লাইফ হাসপাতালে হিরো আলম চিকিৎসাধীন।
সোমবার ১৭ জুলাই বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় বিপক্ষ প্রার্থীর লোকজনের ধাওয়ায় আহত হন হিরো আলম। পরে পুলিশ হুইসেল বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। ১৭ হাজারের বেশি ভোটার রয়েছেন কলেজটির এই সাত কেন্দ্রে।







