এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারী বর্ষণ ও ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ৬ জনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে আটকা পড়েছেন অন্তত দেড় হাজার পর্যটক।
আজ ১৪ জুন শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সিকিমে পর্যটনের জন্য বিখ্যাত লাচুং, লাচেনসহ বহু এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গনের জেলাশাসক জানিয়েছেন, অম্ভিথাং এবং পাকশেপ গ্রামে তিনজন করে মোট ছয়জন মারা গেছেন। প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকশেপে একটি ত্রাণশিবির খোলা হয়েছে।
এছাড়া সাংকালাংয়ে একটি নবনির্মিত বেইলি ব্রিজ ধসে পড়ে মাঙ্গানের সাথে জংগু এবং চুংথাংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ নিয়ে ও উদ্ধারকাজে সেখানে যেতে অসুবিধা হচ্ছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর শপখগ্রহণ অনুষ্ঠানে গিয়ে প্রেম সিং তামাং প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
গত বছরের অক্টোবরেও ভারতের এই হিমালয় রাজ্যে আকস্মিক বন্যায় প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছিলেন।







