আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্যারিবীয় পিচ নিয়ে বাংলাদেশের ধারণা থাকলেও যুক্তরাষ্ট্র নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই টিম টাইগার্সদের। তাই বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে চান ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে।
ভালো উইকেট বলতে ব্যাটিংবান্ধব উইকেট বুঝিয়েছেন টাইগারদের শ্রীলঙ্কান কোচ। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে বেছে নেয়া হয়েছে সিলেটের মাঠ। সদ্য শেষ হওয়া বিপিএলেও দেখা গেছে মিরপুরের চেয়ে সিলেট ও চট্টগ্রামের উইকেটে ব্যাটাররা বেশ সাবলীলভাবে ব্যাট করতে পেরেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ চলার মাঝে ইএসপিএনে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে হাথুরু বলেছেন, ‘বিশ্বকাপে আমেরিকায় আমরা কেমন উইকেট পাবো জানি না। তাই ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমেরিকায়। ওই দুটি পিচ নিয়ে কারও কাছেই তেমন কোনো তথ্য নেই, সেখানকার উইকেট কেমন হবে কেউ জানে না, কারণ সেখানে তেমন খেলা হয়নি।’
‘যতটুকু জানি, অন্য জায়গা থেকে পিচ বানিয়ে নিয়ে ওখানে বসাবে। তবে আমার মনে হচ্ছে কিছুটা অস্ট্রেলিয়ার পিচের মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা ইনফর্মেশন পেয়েছি। এই অজানা কারণগুলোোর জন্য আমরা যতটা সম্ভব সেরা প্রস্তুতি নিচ্ছি।’
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতায় আছে হাথুরুর দল। তৃতীয় ও শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। বিকেল ৩টায় মাঠে গড়াবে ম্যাচ।








