জাতীয় দলের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। জাতীয় দলকে নিয়ে সৌদি আরবে ক্যাম্পে ব্যস্ত ছিলেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। এখনও হামজার সাথে দেখা হয়নি ক্যাবরেরার। তবে তার সাথে মিলে ভারতকে হারানোর পরিকল্পনা করছেন এ স্প্যানিশ কোচ।
বাংলাদেশ দল সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প করেছে। সেখান থেকে দল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রধান কোচ ক্যাবরেরা। হামজাকে নিয়ে বলেছেন ইউরোপা ও প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়।
হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে ক্যাবরেরা বলছেন, ‘হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া বিশাল সম্ভাবনার। সবাই বেশ খুশি। সব খেলোয়াড় যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতিটি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। সুতরাং, আমরা সামনে দেখছি এবং তার সাথে দেখা করে কিভাবে ভারতকে হারাব সে পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’
‘হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব কার্যকরী হবে। আমার মনে হয় সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। সুতরাং, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঘরের মাঠে ভারতের খেলাকে আমরা সমীহ করি, কঠিন একটি ম্যাচ হবে। তবে অতীতের তুলনায় আমরা ভালো অবস্থায় আছি এবং হামজা আমাদের কিছুটা সুবিধা দেবে। আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জয় আনা।’
ভারত ম্যাচের পরিকল্পনা প্রসঙ্গে এ স্প্যানিশ আরও বলেছেন, ‘হামজাকে পাওয়া আমাদের বড় শক্তি। সে ইউরোপ ও প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। দলে এসে তাকে সেই পার্থক্য দেখাতে হবে। ভারতের সুনীল ছেত্রী অবসর ভেঙ্গে দলে ফিরেছেন যা এ লড়াইকে সবার কাছে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। ভারত শক্তিশালী দল কিন্তু আমরাও দিনের পর দিন ভালো করে চলেছি। আশা করছি ম্যাচ সমানে সমান লড়াই হবে।’
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।








