এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। ম্যাচ দুটি খেলতে ঢাকায় পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। ম্যাচ দুটি সরাসরি দেখাবে আইস্ক্রিনে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিকেলে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান বাফুফে নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ফুটবলাররা। তার আগে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষেও খেলবে প্রীতি ম্যাচ। এখনও আসেননি আরেক তারকা সামিত সোম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব শুক্রবার জানিয়েছিলেন, হামজার পর পরই সামিত ১১ তারিখ বা কাছাকাছি সময়ে আসবেন।
নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক সূচিকে এবছরের জন্য বিদায় বলবে জামাল ভূঁইয়ার দল।








