১৭ বছর বয়সে আলোচনায় এসেছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। আফ্রিকার শক্তিশালী ক্লাব আল আহলির হয়ে সদ্যই সিনিয়র দলে অভিষেক হয়েছে। অনূর্ধ্ব-১৭ মিশর দলে আন্তর্জাতিক টুর্নামেন্টেও দারুণ ছাপ রাখছেন। সবশেষ, হামজা যোগ দিচ্ছেন লা লিগার বার্সেলোনায়।
ইউরোপের সংবাদমাধ্যম বলছে, বার্সার সঙ্গে হামজার চুক্তি ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। কিছুদিনের মধ্যে বার্সা অ্যাটলেটিকে যোগ দেবেন, যেখানে যুবদল কোচ জুলিয়ানো বেলেত্তির অধীনে খেলবেন।
চুক্তির কাঠামো অনেকটা মিলে যায় লাস পালমাস থেকে পেদ্রিকে আনার সময় বার্সেলোনা যে মডেল ব্যবহার করেছিল সেটির সঙ্গে।
বলা হচ্ছে, চুক্তি রয়েছে আগামী গ্রীষ্মে সিনিয়র দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে হামজাকে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা। এটি খেলোয়াড় ও তার পরিবারকে আরও বেশি রাজি করিয়েছে কাতালুনিয়ায় যাওয়ার ব্যাপারে।







