শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’ মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে ছবিটিকে ঘিরে বিতর্ক। ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাক।
আর এবার গুজরাটের আহমেদাবাদের এক শপিং মলে থাকা ‘পাঠান’ এর পোস্টার ছিঁড়ে হল ভাঙচুর চালালো বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিএইচপি এবং বজরং দলের কর্মীদের একটা ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ঢুকে পড়ে আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকায় অবস্থিত একটি শপিং মলে। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে ‘পাঠান’-এর পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে। বিক্ষোভকারীরা ক্রমাগত জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল। এক বিক্ষোভকারীর হাতে একটি গদাও দেখা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে, পুলিশ ৫ কর্মীকে আটক করেছে। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের গুজরাট ইউনিট জানিয়েছেন, এই ছবিকে তারা রাজ্যে প্রদর্শনের অনুমতি দেবেন না।
গুজরাট ভিএইচপি মুখপাত্র হিতেন্দ্রসিংহ রাজপুত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, আমরা পাঠানের স্ক্রিনিংয়ের অনুমতি গুজরাটে হতে দেব না। আজকের এই ঘটনা সকল হল মালিকদের সতর্ক করে দেওয়া।
এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলা ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পাবে আগামী ১০ জানুয়ারি। সিবিএফসি-র তরফে একাধিক কাটের নির্দেশ দেওয়া হয়েছে ছবিটির দৃশ্যে ও গানে। তবে ফিল্ম অ্যানালিসিস্ট তরণ আদর্শ জানিয়েছেন সিনেমার নাম বদলানো হয়নি।
পাঠান-এর ‘বেশরম রং’ নিয়েই যত বিতর্কের শুরু। সেখানে ছবির নায়িকা দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছে গেরুয়া বিকিনিতে। যার পরই ছবিটিকে ঘিরে বয়কটের ডাক উঠতে থাকে!
সূত্র: হিন্দুস্থান টাইমস








