ভারতের তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিকসহ প্রায় ৮৭ শতাংশ পণ্যে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস বা জিএসপি সুবিধা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি ইন্দোনেশিয়া ও কেনিয়ার পণ্যেও এই অগ্রাধিকারমূলক বাজার সুবিধা স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ইইউর অফিশিয়াল জার্নালে বলা হয়েছে, ইউরোপীয় কমিশন গত ২৫ সেপ্টেম্বর একটি বিধিমালা জারি করে, যার মাধ্যমে ২০২৬-২৮ সময়কালের জন্য ভারত, ইন্দোনেশিয়া ও কেনিয়ার পাওয়া কিছু জিএসপি স্থগিত করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে।
গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানায়, চলতি মাস থেকেই ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছেন ভারতীয় রপ্তানিকারকেরা। জিএসপি সুবিধা বহাল থাকবে মাত্র ১৩ শতাংশ পণ্যে, যার মধ্যে রয়েছে কৃষি ও চামড়াজাত পণ্য।








