উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার। বিকেএসপি থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছেন।
তারা হলেন- দিয়া সিদ্দিকী (আর্চারি), নাফিউল ইসলাম (কারাতে), জোহায়ের বিন শাহ নেওয়াজ (শ্যুটিং), এসএম ফাইয়াজ (শ্যুটিং), ইয়াকুব আলী (ভলিবল), জান্নাতুল ফেরদৌস (ক্রিকেট), অন্তরা চাকমা (জুডো), মেহেদী হাসান তানভীর (ক্রিকেট), রওনক রঙ্গন (ক্রিকেট), শেখ মোরসালীন (ফুটবল), জুবায়ের উৎস (টেনিস), আরিফুল ইসলাম (ক্রিকেট), আবু বকর রাব্বী (ক্রিকেট), আশিকুর রহমান (ক্রিকেট), মো. তানজিল ওহি (ক্রিকেট) ও মো. প্রান্তিক নওরাজ নাবিল (ক্রিকেট)।
মোট ১১৬ জন নিয়মিত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন বিকেএসপি থেকে। তার মধ্যে কৃতকার্য হয়েছেন ১১৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ০২ জন। একজন বিদেশে খেলার কারণে আংশিক পরীক্ষা দিয়েছেন।
বিকেএসপির নিয়মিত পাসের হার শতকরা ৯৮.২৮। প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন।








