এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সরকারী সার আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অভিযোগে বঙ্গ ট্রেডার্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের তিনজনকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। সরকারের ভর্তুকি দেওয়া সার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির করে কালোবাজারে বিক্রি করছিল একই মালিকানাধীন প্রতিষ্ঠান বঙ্গ ট্রেডার্স ও ডেইলি ট্রেডিং কোম্পানি।
গ্রেপ্তাররা হলেন বঙ্গ ট্রের্ডাসের ব্যবস্থাপক সুমন মজুমদার (৩৫), বঙ্গ ট্রের্ডাসের উপ ব্যবস্থাপক বাবুল দাস (৩৬) এবং বঙ্গ ট্রের্ডাসের সহকারী ব্যবস্থাপক মাসুম বিল্লাহ (৪২)।
স্থানীয় সার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে যশোরের অভয়নগর সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় অবস্থিত মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানি নামক অফিসে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৪০ বস্তা সারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। এ ব্যাপারে যশোর জেলার অভয়নগর থানায় একটি মামলা হয়েছে। বঙ্গ ট্রেডার্স লিমিটেড বিএডিসির সার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
ডিবি পুলিশ জানায়, যশোর জেলার অভয়নগর থানাধীন সর্দার জুট মিল ঘাট, মক্কা ঘাট এবং বড়বাড়ি ঘাট থেকে নীলফামারী, রংপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলার সরকারী (বিএডিসি) গোডাউনের সার পৌঁছানোর নামে কালোবাজারে বিক্রি করছে সার পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানি।
বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানির অফিস কক্ষে বাবুল দাসের ব্যবহৃত ব্যক্তিগত টেবিলের ড্রয়ার থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে। কালোবাজারে সরকারী সার বিক্রির অবশিষ্ট টাকা তাদের কোম্পানি বঙ্গ ট্রেডার্সের একাউন্টে জমা দিয়েছে।
গ্রেপ্তাররা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানির মালিক একজনই। মালিকের নাম মো. জসিম উদ্দিন। তাদের মতো আরো ৪২ জন কর্মকর্তা রয়েছে। যারা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় কালোবাজারে সরকারী সার বিক্রি করে আসছে।
এই চক্রটি দেশের ঘাটগুলোতে জাহাজ থেকে নামানো সরকারী সার প্রতিনিয়তই কালোবাজারে বিক্রি করছে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। তারা সরকারী সার সিন্ডিকেটের মাধ্যমে কাগজে-কলমে সংরক্ষণ দেখিয়ে গুদামে সরবরাহের কথা বলে ট্রাকে করে নিয়ে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে কম মূল্যে বিক্রি করে থাকে।
চলতি বছর জিটুজিতে (সরকার টু সরকার) আমদানীকৃত ১৪ থেকে ১৫ হাজার কোটি টাকার সার পরিবহনের জন্য কোটি কোটি টাকা কমিশনের বিনিময়ে বঙ্গ ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে এখন বিপাকে পড়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এছাড়া এই চক্রের হাত থেকেও রেহাই পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।








