জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিশ্বে কার্বন নির্গমনের মাত্রা রেকর্ড ছাড়িয়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব জলবায়ু সম্মেলনে, ২০৫০ সালের মধ্যে কুলিং কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্রসহ ৬০টি দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।







