গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের, আশরাফুল ইসলামের মেয়ে আশামনি বাড়ি থেকে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। পর দিন শনিবার (৩১ আগস্ট) বিকালে বাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গলের নিকটে তার মরদেহ দেখতে পায় গ্রামবাসী।
পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুালিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।








