এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউরোতে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে গ্রুপ ‘এফ’এ থাকা জর্জিয়া ও চেক রিপাবলিক। পুরো ম্যাচে দুর্দান্ত আক্রমণ সাজিয়েছে চেকিয়ারা, কিন্তু সেগুলোকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেনি। অন্যদিকে, দারুণ সব আক্রমণ ঠেকিয়েও পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জর্জিয়া।
হ্যামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে হওয়া ম্যাচে দুদলের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে চেক রিপাবলিক কতটা আক্রমণাত্মক ছিল। পুরো ম্যাচে চেকিয়ারা গোলপোস্টে শট নিয়েছে ২৭ টির বেশি যার মধ্যে গোলমুখে শট ছিল ১২টি। অথচ ম্যাচের প্রথম গোলটা হজম করে তারা।
ম্যাচে ৬২ শতাংশ বল নিয়ন্ত্রণ করা চেকিয়ারা প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল হজম করে। ডি বক্সের বাইরে থেকে জর্জিয়ার করা শট চেক রিপাবলিকের খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টি পায় জর্জিয়া। জর্জেস মিকাতাদেস পেনাল্টি থেকে গোল করে ১-০ এগিয়ে বিরতিতে যায় জর্জিয়া।
বিরতি থেকে ফিরে চেকিয়ারা আরও আক্রমণ শুরু করে, ফল আসতে সময় লাগে ১৪ মিনিট। ৫৯ মিনিটে গোল করে চেকিয়াদের সমতায় ফেরান প্যাট্রিক শিক। সমতায় ফেরা চেকদের ডেরায় আরও সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।







