৯ বল খেলে শুন্য রানে আউট হলেন মেহেদী মারুফ। তবে অপর ওপেনার হাবিবুর রহমান সোহান ব্যাট হাতে তুললেন ঝড়। খেললেন ৬৬ বলে ১০১ রানের ইনিংস। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়টাও এলো বড় ব্যবধানে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলাও নিশ্চিত হলো তাদের।
ঈদের ছুটির পর শুরু হবে ৬ দলের সুপার লিগ। তার আগে ১৫৬ রানের জয় আত্মবিশ্বাস বাড়িয়ে নিল গাজী। হাবিবুরের বিধ্বংসী ইনিংসের সঙ্গে ভারতীয় রিক্রুট রভি তেজার ৯০ বলে ৮৫, মেহরব হোসেনের ৩৯ বলে ৪৮ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রান তোলে গাজী গ্রুপ।
শাইনপুকুরের মাসুম খান টুটুল তিনটি ও হাসান মুরাদ নেন দুটি উইকেট।
বড় রান তাড়ায় ৫৮ রানে ৪ উইকেট হারায় শাইনপুকুর। বিকেএসপির ২২ গজে আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন গাজী তাহজিবুল ইসলাম। খেলেন ৬৯ রানের ইনিংস। অমিত হাসান করেন ৪০ রান। তারপরও দুইশর আগে থামে তারা। ৩৭.১ ওভারে ১৭৭ রান তুলে অলআউট হয়।
এনামুল হক চারটি, মাহমুদুল হাসান তিনটি ও টিপু সুলতান নেন দুটি উইকেট।
সুপার লিগে ওঠার পথে গাজী গ্রুপের প্রতিদ্বন্দি ছিল ব্রাদার্স ইউনিয়ন। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শেষ রাউন্ড খেলতে নামে দলটি। গাজীর জয়ে পরের রাউন্ড থেকে ছিটকে গেছে ব্রাদার্স।







