এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে ডিইপিজেড এলাকার বিদেশী মালিকানাধীন একই মালিকের তিনটি প্রতিষ্ঠান এ্যাক্টর এক্সপোটিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স-এর শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল। পরে আজ তারা সেখানে আন্দোলনে নেমে অসন্তোষ সৃষ্টি করে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় পুলিশ তাদেরকে জল কামান ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়।








