সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রীর মতো প্রধান এই পুরস্কারগুলোর পাশাপাশি সর্বোচ্চ ৫টি বিভাগে অস্কার ঘরে তুললো ২০২৪ সালের আলোচিত ছবি ‘আনোরা’! এর পরের অবস্থানেই আছে আরেক আলোচিত ছবি ‘দ্য ব্রুটালিস্ট’। এই ছবিটি তিনটি বিভাগে পুরস্কার অর্জন করেছে।
শন বেকার পরিচালিত ‘আনোরা’ এবং ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’ ছাড়াও এবার অস্কারে পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’ এবং ‘উইকড’। দেখে নেয়া যাক অস্কারের সম্পূর্ণ তালিকা-
অস্কার ২০২৫: সম্পূর্ণ বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র: আনোরা
সেরা অভিনেত্রী: মিকি ম্যাডিসন (আনোরা)
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রোডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট (লল ক্রাউলি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কালকিন (আ রিয়েল পেইন)
সেরা চলচ্চিত্র সম্পাদনা: শন বেকার (আনোরা)
সেরা মৌলিক গান: “এল মাল” (এমিলিয়া পেরেজ)
সেরা শব্দ পরিকল্পনা: ডিউন পার্ট-২
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেব (পিটার স্ট্রাহান)
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন পার্ট-২
সেরা ডকুমেন্টারি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা প্রোডাকশন ডিজাইন: উইকড (নাথান ক্রাউলি)
সেরা মৌলিক সংগীত: দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লামবার্গ)
সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আই অ্যাম নট আ রোবট
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস
সেরা কস্টিউম ডিজাইন: উইকড (পল তাজওয়েল)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: দ্য সাবস্ট্যান্স
সেরা ডকুমেন্টারি ফিচার চলচ্চিত্র: নো আদার ল্যান্ড
সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র: ফ্লো








