এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাভারে বাসা থেকে ডেকে নিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
শুক্রবার (২৭ জুন) দুপুর ২টার দিকে সাভার পৌরসভার তিন ওয়ার্ডের কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে রুহুল আমিনকে (২৬) ডেকে নিয়ে মাথা, পিঠ, ঘাড়সহ বিভিন্ন জায়গায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে শামীম হোসেন।
জানা গেছে, ধারালো ছুরি দিয়ে আঘাতের পর রুহলকে ফেলে রেখে চলে যায় শামীম। পরে স্থায়ীনরা আহত রুহুল আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে ভর্তি করলে শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
নিহত রুহুল ও শামীমের সাথে থাকা ছোট ভাই বলেন, হামলাকারী শামীম নিহত রুহুলকে বাসা থেকে ডেকে এনে কামাল রোডে কাঠপট্টিতে কিছু বুঝে উঠার আগেই ধারালো ছুরি দিয়ে মাথা ও বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। রুহুল গুরুতর আহত হয়ে পরে গেলে শামীম পালিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোহতাসিম বিল্লাহ জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। সাভার এনাম মেডিকেল থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।







