নেটফ্লিক্সে আসছে ‘ফ্রাইডে নাইট প্ল্যান’। ছবিটিকে ঘিরে বাড়ছে কৌতূহল। সোমবার প্রকাশ্যে এসেছে ‘ফ্রাইডে নাইট প্ল্যান’র প্রায় আড়াই মিনিটের ট্রেলার!
ছবিতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন জুহি চাওলা ও প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল খান। ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ নির্মাণ করেছেন বৎসল নীলকান্তন।
মায়ের একদিনের অনুপস্থিতির সুযোগে ভাই এবং বন্ধুদের নিয়ে নাইট পার্টির পরিকল্পনা করা নিয়ে ফ্রাইডে নাইট প্ল্যান-এর গল্প। বাবিল অভিনীত প্রথম ছবি ‘কলা’ দর্শকের প্রশংসা পেয়েছে। তার অভিনয় নিয়ে তাই দর্শকের প্রত্যাশা এবার আরো বেশি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় জুহি চাওলাও কয়েক বছর আগেই ওটিটিতে পা রেখেছেন। একাধিক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। তাই ছবিতে তার চরিত্রটি দর্শকের মন জয় করবে, এমনটাই মনে করা হচ্ছে।
১ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে শুরু হবে ‘ফ্রাইডে নাইট প্ল্যান’-এর স্ট্রিমিং। বাবিল ও জুহি ছাড়াও ছবিতে দেখা যাবে নিনাদ কামাত, অমৃত জয়ন, মেধা রাণা, আধ্যা আনন্দ সহ একঝাঁক নতুন মুখকে।
সূত্র: পিঙ্কভিলা







