সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার ২৫ জানুয়ারি, বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিতসুবিশি কর্পোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোশি উএগাকি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসান এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের একাডেমিক ও ব্যক্তিগত জীবনে সাফল্য কামনা করেন এবং নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
নবীনবরণ অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘সিডব্লিউইউ পিঠা উৎসব’। উৎসবের উদ্বোধন করেন বিশেষ অতিথি হিরোশি উএগাকি।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ পিঠা উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার সমাহার ছিল। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।








