নাইজারে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ফরাসি দূতাবাসে আটকে রেখেছে সামরিক জান্তা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ম্যাক্রোঁ বলেন, আমরা কথা বলে জানতে পারি, আমাদের একজন রাষ্ট্রদূত এবং কূটনৈতিক সদস্যকে আক্ষরিক অর্থে ফরাসি দূতাবাসে আটক রাখা হয়েছে।
তিনি বিবৃতিতে আরও বলেন, তাদের কোনো প্রকার খাদ্য সরবরাহ করা হচ্ছে না।
নাইজারে বেশ কিছুদিন আগে ক্ষমতা দখল করেছে সামরিক জান্তা। এরপর থেকেই আফ্রিকান ব্লক ইকোয়াস সহ পশ্চিমা দেশগুলোর সাথে টানাপোড়েন শুরু হয় নাইজারের। এমনকি দেশটিতে সামরিক হামলা চালানোরও ঘোষণা দেয় ইকোয়াস। এর বিপরীতে নাইজারের সামরিক শাসকরা যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রদূতদের দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল।







