এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জারি করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: সিলেট কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম।
গত ১২ মে জারি হওয়া রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫–এর বিরোধিতায় আন্দোলনের সময় তারা দাপ্তরিক কার্যক্রমে বাধা দিয়েছেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ নিয়ে গত দেড় মাসে আন্দোলন-সংশ্লিষ্ট অভিযোগে এনবিআরের মোট ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো।








