সম্প্রতি নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুট সড়কে রোলস-রয়েস স্পেক্টার দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গাড়িটি রোড ডিভাইডারে পড়ে থাকতে দেখে জনমনে উৎকণ্ঠার সৃষ্টি হয়। কারণ এই গাড়িটি অনেক দামি। অনেক ধনী, শিল্পপতি বা সেলিব্রিটি ছাড়া এই গাড়ি সাধারণ মানুষ কিনতেই পারে না। এরকম একটি গাড়ি রাস্তায় ভঙ্গুর অবস্থায় পড়ে থাকতে দেখে জনমনে কৌতূহল সৃষ্টি হয়।






