বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পরবর্তি আসরের ড্রাফট সম্পন্ন হয়েছে। সাতটি দলই নিজেদের পছন্দমতো দল গুছিয়েছে। দল পেয়েছেন জাতীয় দলের সবাই এবং জাতীয় দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটার। সাকিব আল হাসান চট্টগ্রামে গেলেও বরিশাল দলে ভিড়িয়েছে জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়ককে। আর প্রথমবার বিপিএলে আসা ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান বলেছেন, ক্রিকেট এবং সিনেমা মিলিয়ে ‘দিন-বদলের’ যাত্রায় সফল হতেই মাঠে নেমেছেন তিনি।







