হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও যুক্ত হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কার্গো ভিলেজের ওই অংশে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে বিমানবন্দরের মূল কার্যক্রমে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।







