ফয়সাল নামে কিশোর গ্যাংয়ের এক সদস্য হত্যা মামলার মূল আসামি গালকাটা রাব্বি ও টান আকাশসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
(২৩ মার্চ) শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সে সময় জানানো হয় আধিপত্য বিস্তার ও মাদক কেনাবেচার টাকা ভাগবাটোয়ারা নিয়ে গত ১৬ মার্চ সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের পেপার সানী গ্রুপের ওই সদস্যকে মিরপুরের পল্লবীতে হত্যা করে গালকাটা রাব্বি গ্রুপের সদস্যরা।
ওই ঘটনায় রানা নামের আরেক কিশোর গ্যাং সদস্য গুরুতর আহত হয়। ফয়সালকে হত্যার পর একটি বাড়ির ছাদে গিয়ে উল্লাস করে অপরাধীরা।








