গ্রিক ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গত চারদিন ধরে দাবানলে পুড়তে থাকা গ্রিসের উত্তরাঞ্চলের একটি জঙ্গল থেকে ১৮টি মৃতদেহ পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, মৃতদেহগুলো অভিবাসীদের হতে পারে। মঙ্গলবার আভান্তাস গ্রামের বাইরে একটি কুটিরের কাছে খুঁজে পাওয়া যায় লাশগুলো। ফায়ার ব্রিগেড পুড়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তুপে এই দেহগুলোর খোঁজ পায়।
আগুনে বিধ্বস্ত হওয়া উত্তর-পূর্ব গ্রিসের এই এভরস অঞ্চলটি, তুর্কি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়ানিস আর্টোপিয়স বলেন, মৃতরা গ্রিসে অবৈধভাবে ঢুকে পড়েছিল কিনা সে সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে কারণ সেখানকার কোনও নাগরিকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
মৃতদেহগুলো দুটি ভাগে পাওয়া গেছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, যে এলাকায় আগুন ছড়িয়েছে সেখানে তদন্ত চলছে।
এভরস অঞ্চল সিরীয়, এশীয় অভিবাসনপ্রত্যাশীদের জন্য গ্রিসে প্রবেশের সবচেয়ে পছন্দের পথ। তুরস্ক থেকে এভরস নদী পেরিয়ে তারা ঢুকে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়নে। দাদিয়া বনও অভিবাসনপ্রত্যাশীদের জন্য পছন্দের রুট হিসেবেই পরিচিত।








