রাজধানীর খিলক্ষেত ঢাকা রিজেন্সি হোটেলের সামনের সড়কে র্যাব-১ এর একটি দল তল্লাশী চালিয়ে ৩ টি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে। একই সাথে একটি মাইক্রোবাস জব্দ করেছেন।
আটকেরা হলেন, মো. গোলাম মাওলা কায়েছ (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. পিয়ার হোসেন (৪২)।
অভিযান বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গতকাল রোববার রাতে র্যাব-১, উত্তরা, ঢাকার বিশেষ টহল দল ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। সেসময়ে একটি মাইক্রোবাসে তল্লাশী করা হলে ১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র), ১টি ম্যাগজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। খিলক্ষেত থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।








