নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন নির্বাপণের কাজ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটিতে এখনও উত্তাপ থাকায় পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে উদ্ধার অভিযানে এখনো সরাসরি ভবনে প্রবেশ করছে না উদ্ধারকারীরা।
বুধবার (২৮ অক্টোবর) গাজী টায়ার কারখানার আগুন নির্বাপণের সর্বশেষ আপডেট হিসেবে এসব তথ্য জানায় ফায়ার সার্ভিস।
কর্তৃপক্ষ জানায়, আগুন নির্বাপণের কাজ চলমান। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শারীরিকভাবে ভেতরে প্রবেশ করে ভিকটিম সার্চ করা যাচ্ছে না। ড্রোন ব্যবহার করে বাইরে থেকে ভিকটিম অনুসন্ধানের কাজ চলছে। তবে ড্রোন ব্যবহার করে এখন পর্যন্ত কোনো ভিকটিম চিহ্নিত করা যায়নি।
এ সময়ে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলেও জানান তারা।
তারা জানায়, ফিজিক্যালি সার্চ করার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। ভবনের লোড ক্যাপাসিটির বিষয়ে ওই কমিটি প্রতিবেদন দিলে তার ভিত্তিতে উদ্ধারকাজ পরিচালনা করা হবে।







