এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী লিমিটেড।
দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। মিনিট চারে পর ম্যাচে সমতা ফেরায় কিংস। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে গোল করে কিংসদের এগিয়ে নেন ইনসান হোসেন। সেই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আগামী ২২ এপ্রিল ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচ হবে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। খেলা শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।








