এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফাতেমেহ মোহাজেরানিকে ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছেন। মোহাজেরানি দেশটির ইতিহাসে এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারী।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হল।
৫৪ বছর বয়সী মোহাজেরানির জন্ম ১৯৭০ সালে আরাক শহরে। তিনি স্কটল্যান্ডের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন। এর আগে তিনি নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৭ সালে ফাতেমেহ মোহাজেরানি ব্রিলিয়ান্ট ট্যালেন্টস সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হন।তিনি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদেও কর্মরত ছিলেন।
ইরানের বর্তমান প্রেসিডেন্টকে সংস্কারপন্থী হিসেবে ভাবা হয়। তার হাত ধরেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ হল।
অন্যদিকে গত সপ্তাহে শিনা আনসারি নামের এক নারীকে ইরানের উপ-রাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান। এছাড়াও মন্ত্রিসভায় ইরানের দ্বিতীয় নারী মন্ত্রী হিসেবে ফারজানেহ সাদেক মালডাজার্ডকে সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।








