কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের পতন এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পর্যন্ত পুরোপুরি সক্রিয় ছিলেন ‘শনিবার বিকেল’-এর এই নির্মাতা।
তবে এবার ‘অনলাইন অ্যাক্টিভিজম’ থেকে আপাতত বিরতিতে গেলেন ফারুকী। জানালেন,“এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্খিত মুক্তির খোঁজ দিয়েছে। এঁদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি।”
এসময় এই নির্মাতা জানান,“এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার।”
সামনে কী কাজ নিয়ে আসছেন, সেই আভাসও ছিলো তার ফেসবুক পোস্টে। ফারুকী লিখেন,“এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই ‘৪২০’। প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুট করছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?”
খুব শিগগির নতুন কাজের ফার্স্ট লুক দর্শকের সামনে তুলে দেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। জানান,‘ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা – পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতংকিত করে।”
ফারুকী নির্মিত মুক্তি পাওয়া সর্বশেষ ওয়েব ফিল্ম ‘মনোগামী’। চরকির জন্য নির্মিত এই ফিল্মটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফার।








