এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’র গুলিতে হাবিল নামে এক কৃষক আহত হয়েছেন।
আহত কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়।
গুলিবিদ্ধ কৃষক হাবিল ভোর সাড়ে ৪ টার দিকে গম ক্ষেতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন।
হাবিলের স্বজনরা জানান, শনিবার ভোর ৪ টায় গম ক্ষেতে পানি দিতে গেলে ভারতের বিএসএফ শট গানের গুলি ছুড়লে তার পিঠে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, হাবিলের শরীরের গুলিবিদ্ধ থাকায় আশঙ্কাজনক অবস্থায় আছেন।
আশরাফুল ইসলাম রঞ্জু, চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি








