এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মেয়েদের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা একটা সময় ইংলিশদের ভালোই চেপে ধরেছিলেন বোলিংয়ে। আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তের দিকেও আঙুল উঠছে! সেসব সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৩ উইকেট নেয়া টাইগ্রেস তারকা ফাহিমা খাতুন।
ম্যাচের পর ফাহিমা বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা খুবই নিশ্চিত ছিলাম ওটা আউট ছিল। আমরা সেভাবেই আবেদন করেছিলাম। আউট হওয়ার পরও যখন দেয়া হয়নি, তখন একটু হতাশ হয়ে গিয়েছিলাম।’ ইংল্যান্ডকে একাই ম্যাচ জেতানো হেদার নাইটের বিপক্ষে একটি আবেদন নিয়ে এভাবেই বলেছেন ফাহিমা।
ইংল্যান্ডকে ১৭৯ রানের অল্প পুঁজির লক্ষ্য ছুঁড়ে দেয়া ম্যাচে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইংলিশদের যখন ১০৩ রান, ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তিনে ব্যাটে নামা হেদার নাইট একাই লড়াই করে জিতেছেন। ১১১ বলে ৭৯ রানের ইনিংসের পথে দুবার জীবন পেয়েছেন। শেষ অবধি জিতে মাঠ ছাড়েন।
মারুফা আক্তারের দ্বিতীয় ওভারে নাইট সাজঘরে ফিরতে পারতেন। উইকেটকিপার নিগার সুলতানার ক্যাচে মাঠ আম্পায়ার আউটের সিদ্ধান্তও দিয়েছিলেন। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান সিদ্ধান্ত বাতিল করে দিলে বেঁচে যান নাইট, তখন রানের খাতাই খুলতে পারেননি।
স্বর্ণা আক্তার আরও একবার তালুবন্দি করেছিলেন নাইটের তুলে দেয়া ক্যাচ। তখন তার সংগ্রহ ছিল ১৩ রান। কিন্তু তৃতীয় আম্পায়ার গায়াত্রী এবারও নাটআউট সিদ্ধান্ত দেন। ম্যাচজয়ী ইংলিশ ব্যাটার দ্বিতীয়বার বেঁচে যান।
ফাহিমা বলেছেন, ‘আমি মনে করি, হেদার নাইটের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় উইকেটটা পেলে ভিন্ন কিছু হতে পারত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার গৌহাটিতেই হবে খেলা। এখানে ইংলিশদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগ্রেস।








