এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, টিটিপির এক শীর্ষ কমান্ডার আসিম মুনিরকে উদ্দেশ্য করে বলছেন, পুরুষ হলে আমাদের মুখোমুখি হও।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভিডিওগুলোতে টিটিপি কমান্ডার কাজিম নামে এক ব্যক্তি নিজেকে পরিচয় দিয়ে বলেন, আমাদের সঙ্গে লড়াইয়ে সেনাদের পাঠানোর দরকার নেই। তোমরা যদি সত্যিকারের সৈনিক হও, তাহলে নিজেরাই যুদ্ধক্ষেত্রে এসো। পুরুষ হলে আমাদের মুখোমুখি হও।
ভিডিওগুলোতে আরও দেখা গেছে, ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় টিটিপির এক হামলার দৃশ্য, যেখানে সংগঠনটি দাবি করেছে—তারা পাকিস্তানের ২২ জন সেনাকে হত্যা করেছে। সেই ভিডিওতে ধরা পড়েছে দখল করা গোলাবারুদ ও সামরিক যানবাহনের ফুটেজও। তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় তাদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগান সীমান্তে ক্রস-বর্ডার গোলাগুলি ও বিমান হামলায় দুই পক্ষেরই বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইসলামাবাদ ও কাবুলের তালেবান সরকার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। মধ্য অক্টোবরের দিকে দোহায় আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে পাকিস্তান সরকার জানিয়েছে, যুদ্ধবিরতি কেবল তখনই টিকবে, যখন আফগানিস্তান তার মাটিতে টিটিপি-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেবে।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওতে দেখা ওই ব্যক্তি হলেন টিটিপির সিনিয়র কমান্ডার কাজিম। তার মাথার দাম ঘোষণা করেছে পাকিস্তান সরকার—যে কেউ তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়া হবে।








