এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামীকাল শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভা-২০২৫ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামীকাল সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বার কাউন্সিলের মাল্টিপারপাস হল রুম (লিফট-১২)-এ ‘বাংলাদেশ বার কাউন্সিল বর্ধিত সভা-২০২৫’ অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বার কাউন্সিলের সদস্যগণ, বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, বাংলাদেশের সকল আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।








