ভূমিকম্পের ঝুঁকি এড়াতে রাজধানীর ঝুকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা মজবুত করার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তারা। সচেতনতার জন্য ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মহড়ার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।






