সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিম ব্যবসায়ীরা। চলতি সপ্তাহে এক ডজন ডিমের দাম ১৭০ থেকে ১৮০ টাকায় পৌঁছে যায়।
আজ (৮ অক্টোবর) বুধবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রতি ডজন ডিম এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের মূল্যবৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা।
কঠোর নজরদারির মাধ্যমে ডিম দাম কমিয়ে আনার জন্য কাজ করছে ভোক্তা অধিকার। সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি, ক্যাশ মেমো না দেওয়া এবং বাজারে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। অভিযোগ রয়েছে, রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয় তেজগাঁও আড়ত মালিক সমিতির মাধ্যমে। পাইকারদের জন্য দাম বেঁধে দেওয়া হয় এসএমএসের মাধ্যমে।
ডিম মালিক সমিতি বলছে, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ডিমের দাম বেড়েছে। তবে ধীরে ধীরে তা কমে আসবে।







