ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যম বলছে, ২৯ জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। তবে ইউরোপীয় ইউনিয়নের এমন ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইরান। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে।
