ইউরোপা লিগের গ্রুপপর্বের রোমাঞ্চকর লড়াই শেষে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে টেবিলে শীর্ষ আট দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় তুলে তালিকার প্রথম দুই স্থান দখল করেছে ফরাসি ক্লাব লিওঁ এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। দুদলের পয়েন্ট সমান ২১ করে হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থেকে শেষ করেছে লিওঁ।
টুর্নামেন্টের নতুন নিয়মে, গ্রুপপর্বের ৮ ম্যাচ শেষে টেবিলে শীর্ষ আট দল সরাসরি নকআউটে জায়গা করে নিয়েছে। দলগুলো- লিওঁ, অ্যাস্টন ভিলা, মিডজিল্যান্ড, রিয়াল বেটিস, পোর্তো, ব্রাগা, ফ্রেইবুর্গ এবং রোমা।
টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল শেষ ষোলোর বাকি ৮ টিকিটের জন্য প্লে-অফ রাউন্ডে লড়বে।
প্লে-অফে জায়গা পাওয়া দল
জেঙ্ক, বোলোগনা, স্টুটগার্ট, ফেরেনকভারোস, নটিংহ্যাম ফরেস্ট, ভিক্টোরিয়া প্লাজেন, ক্রভেনা ভেদজা, সেল্টা ভিগো, পাওক, লিল, ফেনেরবাচ, পানাথিনাইকোস, সেল্টিক, লুডোগোরেটস, জিএনকে ডিনামো এবং ব্রান।







