মৌসুম শেষে পিএসজিতে লিওনেল মেসি ক্যারিয়ার শেষ করতে পারেন। পরবর্তী গন্তব্য নিয়ে অনেক আলোচনা। মেসির পছন্দের তালিকায় সাবেক ক্লাব বার্সেলোনা এগিয়ে থাকলেও আর্থিক ফেয়ার-প্লে নীতির কারণে স্পেনে প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রশ্নের মুখে। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা অবশ্য বিশ্বকাপজয়ী মেসিকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছুই করবেন জানাচ্ছেন।
এস্পানিওলের মাঠে রোববার রাতে ববার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। এতে চার ম্যাচ হাতে রেখেই লিগ টাইটেল নিজেদের করে নিয়েছে জাভির কাতালান বাহিনী।
ম্যাচ শেষে কথা বলেছেন ক্লাব সভাপতি লাপোর্তা। প্রসঙ্গক্রমে মেসির কথাও উঠে আসলে। বলেছেন, ‘লিও মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার জন্য যা যা করা সম্ভব করব।’
বার্সেলোনায় মেসিকে ফিরিয়ে আনবেন এমনটা অনেক আগে থেকেই বলছেন লাপোর্তা। কিন্তু মহাতারকাকে ফেরাতে এখন মূল বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক ফেয়ার প্লে নীতি।
কাতালান ক্লাবটিকে মেসিকে দলে টানতে যে পরিমাণ অর্থ খরচ করতে হবে, সেই পরিমাণ আয় বাড়েনি। এমনকি খরচও কমাতে পারেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আয়-ব্যয়ে এমন পার্থক্য থাকলেও চেষ্টা করা হচ্ছে ৩৫ বর্ষী মেসিকে ফিরিয়ে আনতে। চেষ্টা করা হচ্ছে পরের মৌসুমের জন্য দলকে শক্তিশালী করতে।
‘আমরা ইতিমধ্যেই আগামী মৌসুমের দল গঠন নিয়ে কাজ শুরু করেছি। আশা করি শক্তিশালী একটি দল গঠন করতে সক্ষম হবো। আমাদের কঠোর নীতিনিষ্ঠা নির্ভর পরিকল্পনা করতে হচ্ছে, কারণ আগামী মৌসুমে ফেয়ার-প্লে নীতি মেনেই আমাদের দল সাজাতে হবে। পরের মৌসুমে আরও বেশি প্রতিযোগিতামূলক দল পেতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
লা লিগার পুরো মৌসুমে মাত্র তিন ম্যাচ হেরেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে এখন পর্যন্ত সংগ্রহ ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লিগে ৪টি করে ম্যাচ বাকি দুদলেরই।








