ওয়ানডে বিশ্বকাপটা হতশ্রী কেটেছে ইংল্যান্ডের। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও ৩-২ ব্যবধানে হেরে বসেছে তারা। আসন্ন ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাচ্ছেনা ইংলিশরা। সে কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ গড়াবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান মাঠের বিষয়ে পোলার্ড ভালো বুঝবেন- এমন ধারণা থেকেই তাকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
এর আগে অস্ট্রেলিয়ায় গড়ানো ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে অজি ক্রিকেটার মাইক হাসিকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল ইসিবি। যার ফলও হাতেনাতে পেয়েছিল ইংলিশরা। এবার সেই দায়িত্ব নেবেন পোলার্ড।
ইংলিশ সংবাদমাধ্যমে বিষয়টি জানা গেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পোলার্ডের সঙ্গে ইংলিশ ক্রিকেটের চুক্তি প্রায় হয়েই গিয়েছে। তবে ক্রিকেটার হিসেবে পোলার্ড এখনও খেলছেন, সে কারণে তার সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড। ফলে আগামী বছরের মেগা আসরে পোলার্ডকে ফুলটাইম পাবে না ইংল্যান্ড।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো পোলার্ডকে দেখা যায় । আইপিএলে অবশ্য খেলছেন না এই ব্যাটার। ২০২৩ সালে অবসর নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।








